আত্রাইয়ে নবাবের তাম্বু উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন
প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২০
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার নবাবের তাম্বু উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা একাডেমি ভবন ভিত্তিস্থাপন উদ্বোধন করা হয়েছে। ভিত্তিস্থাপন উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
এসময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল মোহাম্মদ সুজাউদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দুলাল, পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফছার প্রামানিক, বিশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মান্নান মোল্লা, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক নাদিম, ভোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জান বক্স, বিশিষ্ট ব্যবসায়ী ৪নং পাঁচুপুর আওয়ামীগ নেতা ইউপি চেয়ারম্যান পদপ্রাথী মুক্তার সরদার সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং নবাবের তাম্বু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন সহ শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভবনটি নির্মাণ বরাদ্দ ৮০ লক্ষ টাকা।