পটুয়াখালীর কলাপাড়া মুক্ত দিবস পলিত
প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৬ ডিসেম্বর।। পটুয়াখালীর কলাপাড়া মুক্ত দিবস পলিত হয়েছে। ১৯৭১ সালের এ দিনে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা আত্মসর্মপন করতে বাধ্য হয়।
অবশেষে উড়িয়ে দেয় স্বাধীানতার পতাকা। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ স্বাধীনতা যুদ্ধে সকল নিহতের রুহের মাগফিরত কামানায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা আয়োজন করে।
যুদ্ধ আক্রমন পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হাবিবুল্লাহ রানা সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্পাদক ও সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব আরো অনেকে।
আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে সকল নিহতের রুহের মাগফিরত কামানায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।