ঝিনাইদহে ১৩’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রনোদনা হিসাবে ঝিনাইদহে ১৩’শ কৃষকদের মাঝে বিনামুল্যে বিভিন্ন ধরনের সার এবং উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম প্রমুখ। শেষে প্রনোদনা হিসাবে সদর উপজেলার ১ হাজার ৭০ জন কৃষককে মুগ বীজ ও রাসায়নিক সার এবং ২’শ ৫৫ জন কৃষককে মাঝে বিনামুল্যে তীল বীজ ও সার দেওয়া হয়।