নওগাঁর আত্রাইয়ে বিএনপির বধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২০
আত্রাই (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিএনপির বধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় থানা বিএনপি’র অস্থায়ী কাযালয়ে থিানা বিএনপির আয়োজীত বধিত সভায় সভাপত্বি করেন থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল জলিল চকলেট।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই- রাণীনগর আসনের উপ-নিবাচনের বিএনপির মনোনিত প্রাথী বিশিষ্ট ব্যবসায়ী শেখ রেজাউল ইসলাম রেজু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তছলিম উদ্দিন শাখিদার, বিএনপি নেতা ও কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, প্রভাষক সাইফুল ইসলাম, বিএনপি নেতা মনিয়ারী ইউপির সাবেক চেয়ারম্যান এসএম ফারুখ বখত, আত্রাই থানা যুব দলের আহ্বায়ক শেখ একরামূলবারী রঞ্জু,যুগ্ন আহ্বায়ক পারভেজ ইকবাল,থানা ছাত্র দলের আহ্বায়ক শাকিল আহম্মেদ আদরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।অনষ্ঠানটি সঙ্চলনা করেন থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান সরদার।