করোনা শনাক্তে পটুয়াখালীতে শুরু হচ্ছে অ্যান্টিজেন টেস্ট
প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২০
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আজ শনিবার শুরু হচ্ছে করোনা শনাক্তের পরীক্ষা দ্রুততম পদ্ধতি অ্যান্টিজেন টেস্ট। এ পদ্ধতিতে একটি স্ট্রিপের মাধ্যমে রোগীর করোনা পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন হবে। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পাওয়া যাবে ফলাফল। ইতিমধ্যে একজন ডাক্তার এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছেন।
গতকাল শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছায় এ পরীক্ষার কিট। অ্যান্টিজেন টেস্ট সম্পন্নের লক্ষে টিম গঠন করা হয়েছে, তারা প্রশিক্ষিত ডাক্তারের নিকট থেকে দায়িত্ব বুঝেও নিয়েছেন। এই টেস্টের ফলে পিসিআর ল্যাবের উপর থেকে চাপ কমে আসবে বলে ধারণা কর্তৃপক্ষের।
অ্যান্টিজেন টেস্ট শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুর মতিন। তিনি বলেন, এ বিষয় আমরা হাসপাতালের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষ করেছি।