বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মানববন্ধন
প্রকাশিত : ২ ডিসেম্বর ২০২০
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নানা সংগঠন।
কিশোরগঞ্জ:
বুধবার (২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালিবাড়ি এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা, সাম্প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
গোপালগঞ্জ:
গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা, দেশের সব জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানান।
ঝিনাইদহ:
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে ধর্মের অপব্যাখ্যাকারীদের আইনের আওতায় আনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।