কুয়াকাটা পৌরসভা নির্বাচন-মেয়র প্রার্থী ৪ জনের মনোনয়নপত্র জমা

প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারি রিটানিং অফিসার আব্দুর রশীদের কাছে তারা মনোনয়নপত্র জমা দেয়।

মেয়র পদে মনোনয়ন জমাদানকারী হলেন- আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রতীকের বর্তমান মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকে প্রার্থী পৌর বিএনপির আহবায়ক আঃ আজিজ মুসুল্লী, স্বতন্ত্র মেয়র প্রার্থী সদ্য আওয়ামী লীগে যোগদান করা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মহিপুর থানা শাখার সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী নুরুল ইসলাম হাওলাদার।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল কুয়াকাটা পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

আপনার মতামত লিখুন :