কুয়াকাটা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ারের মনোনয়ন দাখিল

প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে আনোয়ার হাওলাদার মনোনয়ন দাখিল করেছেন। সোমবার দুপুরে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা নির্বাচন কর্মকর্তা আ.রশিদের হাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর জাহান মন্টু, আব্দুর রব মাঝি, মো.শাহজাহান হাওলাদার সহ আরো অনেকে।

মনোনয়নপত্র জমা প্রদান শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার বলেন, সুষ্ঠু, শান্তি পুর্ন নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি জয়লাভের করাবেন এমনটাই তিনি আশা করছেন। তবে সরকারি দলের নৌকা মার্কার মেয়র প্রার্থীর সমর্থকেরা তাঁর লোকজন দের ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনের শান্ত পরিবেশ অশান্ত করতে পায়তারা শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে হচ্ছে কুয়াকাটা পৌরসভা নির্বাচন।

 

আপনার মতামত লিখুন :