কলাপাড়ায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আম্পায়ারের দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। আর এ খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন প্রধান অতিথি স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক নিজেই। এছাড়া তার সহযোগী আম্পায়ারের হিসেবে ছিলেন সাইফুজ্জামান টুটুল ও শিক্ষক মোয়াজ্জেম হোসেন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার বিকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে রহমতপুর ইলেভেন স্টার একাদশ ও রোজ একাদশ অংশগ্রহন করে। খেলায় রহমতপুর ইলেভেন স্টার একাদশ ৪৯ রানে জয়লাভ করে। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন রহমতপুর ইলেভেন স্টারের ওসান। খেলায় অংশগ্রহনকারী প্রত্যেককে জাতিরজনকের লোগো সম্বলিত মেডেল প্রদান করা হয়। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম।

এছাড়া উপজেলার সাবেক স্বনামধন্য ক্রিকেটার বিল্লাল খান কাবুল, সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মো.মাসুম খান, কল্লোল বিশ্বাস, কলাপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক খালিদ খাঁনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলাটি দেখার জন্য স্বাস্থ্যবিধি মেনে উৎসুক খেলা প্রেমিকদের ভীরও কমতি ছিলন।

 

আপনার মতামত লিখুন :