গলাচিপায় ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজায় প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণ। এ সময়ে গলাচিপা পৌরশহর জনারন্যে পরিনত হয়েছিল। অচল হয়ে যায় যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান। গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার সংসদ সদস্য এসএম শাহজাদা ও গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ-এর নেতৃত্বে রবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলে মানববন্ধন।
বাস্তবায়ন কমিটিসহ বিভিন্ন পেশাজীবী ৭০টির অধিক সংগঠন ব্যানারসহ হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। উপজেলা পরিষদের সামনে থেকে প্রধান প্রধান সড়কের দু’পাশে দুই কিলোমিটার জুড়ে ছিল এ মানববন্ধন। এদিকে মানববন্ধনে সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, এ এলাকায় ইপিজেড প্রতিষ্ঠার কথা শুনে মানুষ আনন্দ ও উৎফুল্লতা প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর প্রতি। অতিদ্রুত এর বাস্তবায়ন চান এ অঞ্চলের সর্বস্তরের মানুষ। তিনি আরও বলেন, ইপিজেড বাস্তবায়নে যে পরিমান ভূমির দরকার তা বাঁশবুনিয়া মৌজায় আছে। অপেক্ষাকৃত কম মূল্যে বাঁশবুনিয়া মৌজার ভূমি অধিগ্রহণ করা যাবে। দেশের দক্ষিনের সব উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে। তুলনামূলক এ ক্ষেত্রে গলাচিপা উপজেলার মানুষ উন্নয়নের ধারাবাহিকতা থেকে অনেকটা বঞ্চিত রয়েছে।
এ কারণে গলাচিপাবাসীর এ দাবি রেশীয় অনুসারে এ এলাকার জনগণের যৌক্তিক দাবি। দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে। এ দাবি পূরণ করা হলে এ অঞ্চলের অধিকাংশ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি ও ভাগ্যের উন্নয়নের পরিবর্তন ঘটবে। মানববন্ধন শেষে এলাকার সকল স্তরের মানুষের পক্ষে এর আগে স্থানীয় সাংসদ এস এম শাহজাদা ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।