কলাপাড়ার চেয়ারম্যান সালাম শিকদার আর নেই
প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৭ নাভেম্বর।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল সালাম শিকদার আর নেই।
শুক্রবার সকাল ৬ টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহী…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি স্ত্রী ৫ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১টার দিকে ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।