কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৮ কেজি গাঁজাসহ হামিদা বেগম (৪০) নামে এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বামী তাজুল ইসলাম (৫০) পালিয়ে যান। বিকেলে হামিদা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে হামিদা বেগম ও তার স্বামী তাজুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের তাজুল ইসলাম ও তার স্ত্রী হামিদা বেগম দীর্ঘদিন থেকে মাদকব্যবসার সাথে জড়িত।

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ি থেকে ৮ কেজি গাঁজাসহ হামিদা বেগমকে গ্রেফতার করা হলেও তার স্বামী পালিয়ে যান। এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, পলাতক তাজুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

আপনার মতামত লিখুন :