গলাচিপায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও নাগরিক সমাজের সাথে মতবিনিময়

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় “আচারণ বদলাই, সুস্থ থাকি অন্যকেও সুস্থ রাখি” – এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা স্বাস্থ্য প. প. কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম, জেলা টিমলিডার কোষ্ট ট্রাষ্ট নাজমুস সাকিব, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার সকল ইউনিয়ের চেয়ারম্যান বৃন্দসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ। জেলা টিমলিডার কোষ্ট ট্রাষ্ট নাজমুস সাকিব বক্তব্যে বলেন, কোষ্ট ট্রাষ্ট সিএফটিএম প্রকল্প করোনা মহামারী প্রতিরোধে স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতা মুলক মাইকিং ও উঠান বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :