রাজাপুরে সাংবাদিক রহিম রেজার জন্মদিন পালন
প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০
ঝালকাঠি প্রতিনিধি: ইনডিপেনডেন্ট টেলিভিশন, সমকালের প্রতিনিধি ও রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রহিম রেজার জন্মদিন পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজাপুর সাংবাদিক ক্লাবের হলরুমে অনাড়ম্বর পরিবেশে কেক কেটে জন্ম উৎসব পালন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আলমগীর শরীফ, সাধারন সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান, শহিদুল ইসলাম মাসুদ, সিদ্দিক আকন, সৈয়দা সুরাইয়া জাহান শিউলী (মিসেস রেজা), সাইফুল ইসলাম রাব্বি, মাহমুদুল হাসান, নবীন মাহমুদ, নাঈম হাসান ইমন, রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, সাগর হাওলাদারসহ অন্যান্য সদস্যরা ছাড়াও জাকির সিকদার, মোস্তফা সিকদার ও রিংকু সিকদারসহ শুভাকাংখী ও সুধীজন উপস্থিত ছিলেন।