রাজধানীর ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধর্ম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০

রাজধানীর ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কাজ করতে সবার সহযোগিতা চান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর প্রয়াণে পাঁচ মাস শূন্য থাকার পর এই পদে দায়িত্ব পেলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান। ২৪ নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মন্ত্রীসভার নতুন এই সদস্যকে শপথ পাঠ করান।

 

আপনার মতামত লিখুন :