শেখ হেলাল এমপির মা শেখ রাজিয়া নাসের এর মৃত্যুতে দোয়া, মিলাদ মাহফিল
প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০
হাইকোর্ট মাজার মসজিদ-এ ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকের গুলিতে নিহত শহীদ আবু নাসেরের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চাচী, সংসদ সদস্য জনাব শেখ হেলাল উদ্দিন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন-এর মাতা মহীয়ষী নারী শেখ রাজিয়া নাসের এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
উপিস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ, হাবিবুর রহমান পবন, তাজ উদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, যুগ্ম-সম্পাদক বদিউল আলম বদি, মোঃ জহির উদ্দিন খসরু, মোঃ সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, সহ-সভাপতি সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, হারুন অর রশিদ, কামাল উদ্দিন খান, মাহবুবুর রহমান পলাশ, মুরসালিন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক এরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম খা, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ-শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।