শেষ ওভারে আরিফুলের ঝড়ে অবিশ্বাস্য জয় খুলনার
প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। মেহেদী হাসান মিরাজের শেষ ওভারে মিরপুরের ২২ গজে ঝড় তুললেন আরিফুল হক। ৪ ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন তিনি জেমকন খুলনাকে। অসাধারণ এক ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখতে পেরে তৃপ্ত এই অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে খুলনা। হারতে বসা ম্যাচ ছোঁ মেরে নিজেদের করে নেওয়া আরিফুল জয়ের নায়ক। ৩৪ বলে হার না মানা ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলায় স্বভাবতই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।
পুরস্কার পাওয়ার পর তৃপ্ত আরিফুল বললেন, ‘আলহামদুল্লিাহ খুব ভালো লাগছে। দলের যতটুকু দরকার ছিল, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। সফল হয়েছি, এটাই বড় ব্যাপার। সাকিব-মাহমুদউল্লাহ-ইমরুল-এনামুল-শফিউল-আল আমিনদের নিয়ে কাগজে-কলমে অভিজ্ঞ দল গড়েছে খুলনা। দুর্দান্ত এক দল নিয়েও হারতে বসেছিল মাহমুদউল্লাহরা। তবে শেষ ওভারে আরিফুল অতিমানবীয় এক ইনিংস খেলে নিশ্চিত করেন দলের জয়।
খুলনার টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ ছিল। আরিফুল অবশ্য বলছেন, ‘আসলে আমরা অনেকদিন পর খেলতে নেমেছি। এমনটা হতেই পারে। ক্রিকেট এক বলের খেলা। কাগজে-কলমে হয়তো আমরা ভালো দল। কিন্তু আমাদের প্রতিটি ম্যাচ খেলেই জিততে হবে। সঙ্গে যোগ করেছেন, ‘আমরা আগেই যদি মনে করি, আমরা ভালো দল, সব ম্যাচ এমনিতেই জিতে যাব, এভাবে আসলে ক্রিকেট খেলা হয় না। আজকে হয়তো আমাদের এমন পরিস্থিতি (ম্যাচ হারের) এসেছিল। আবার এমন পরিস্থিতিও আসবে আমরা সহজেই জিতে গেছি।
জেমকন খুলনা : সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শহিদুল ইসলাম।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন।