মৌলভীবাজার উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০
মশাহিদ আহমদ,মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ৬৬ কোটি ১৪ লক্ষ টাকার ব্যয়ে কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। আজ ২৪ নভেম্বর সকালে সদর উপজেলা প্রাঙ্গণে উপজেলা প্রকৌশলীর কার্যালয় এলজিইডি বাস্তবায়নে এ কাজের উদ্বোধন করেন- মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নেছার আহমদ।
উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, সদর উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার।