কলাপাড়ায় ২ লাখ মিটার কারেন্ট জালসহ ১০ মন জাটকা জব্দ

প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৪ নভেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১০ মন জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর তারা অভিযান চিলিয়ে এসব জাল ও জাটকা ইলিশ জব্দ করে। পরে পৌর শহরের হেলিপ্যাড মাঠে জব্দকৃত জাল পুরিয়ে ফেলা হয়। এছাড়া জাটকা ইলিশ গুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুননবী, কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন ও এ.এসআই কামরুল ইসলাম। কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন জানান, নিয়মিত টহল কালে এসব মাছ ও জাল জব্দ করা হয়েছে। তবে জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :