বেনাপোলের মাদক ব্যবসায়ী রফিকুল গাঁজাসহ র্যাবের হাতে গ্রেফতার
প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০
সুমা খাতুন,বেনাপোল প্রতিনিধি: যশোরে র্যাবের অভিযান ১কেজি ভারতীয় গাঁজাসহ বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামের আপিল উদ্দিন মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম(৪৫)নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার(২৪ নভেম্বর) বেলা ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া সাকিনস্থ গ্রামীন ব্যাংকের সামনে পিচ ঢালাই পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে ১কেজি ভারতীয় গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।