গলাচিপায় জগদ্ধাত্রী পূজা উদযাপিত

প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতালের রাস্তা সম্মুখে শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গনে যুব সমাজের আয়োজনে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় পূজা অর্চনার মধ্যে দিয়ে পূজার শুভ সূচনা করেন ঠাকুর বাসুদেব চক্রবর্তী।

মঙ্গলবার দশমী বিহীত পূজার মধ্যে দিয়ে বিসর্জন করে শ্রী জগদ্ধাত্রী পূজার সমাপ্তি হবে বলে পূজা কমিটি জানান। রাত ৮ টায় শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে পূজা প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন পূজা কমিটি।

এ বিষয়ে চানু দুয়ারী, রবিন সরকার, খোকন দাস, গোপাল দাস, উত্তম দাস বলেন, করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বছরের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। বির্জনের মধ্য দিয়ে পূজা সমাপ্তি ঘোষণা করা হবে।

 

আপনার মতামত লিখুন :