ঝিনাইদহে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০
তারেক জাহিদ, ঝিনাইদহ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠীর ধৃষ্ঠতামূলক মন্তব্য এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি ঝিনাইদহ কেসি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।