বেনাপোলের মফিজুর রহমান স্বজন ফেডারেশন অব সিএন্ডএফ এজেন্টের সভাপতি নির্বাচিত
প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০
সুমা খাতুন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি- মফিজুর রহমান স্বজন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ফেডারেশন অব বাংলাদেশ কাষ্টমস সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে তিনি এ জয়লাভ করেন।
এছাড়াও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, আইন ও পরামর্শ বিষয়ক সচিব ও সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান ও সহ সভাপতি খায়রুজজামান মধু সদস্য নির্বাচিত হওয়ায় বেনাপোল সি এন্ড এফ এজেন্ট কমিউনিটির পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়।
ঢাকা কেন্দ্রীয় পরিষদের নব-নির্বাচিত নেতৃবৃন্দের আগামীর পথ চলা শুভ হউক,এই আশা প্রকাশ করে নতুন নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশের সকল সি এন্ড এফ ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় নিরলস ভাবে কাজ করে সকলের সন্মান ও মর্যাদা বৃদ্ধি করবেন বেনাপোল সিএন্ডএফ কমিউনিটি’র পক্ষ থেকে এই আশা-প্রত্যাশা ব্যক্ত করা হয়।