ঝালকাঠির সম্মূখ সারির করোনা যোদ্ধারা সমাজ সেবক সুলতান খানকে শ্রদ্ধার সম্মান জানিয়েছে ফুলেল সংবর্ধনায়

প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০

আসিফ মানিক।। ঝালকাঠিতে করোনাকালিন সময়ে স্বপ্ন পূরন কল্যান সংস্থা নামের একটি যুব সংগঠনের অর্ধশতাধিক যুবক জীবনের ঝুকি নিয়ে জনসেবার কাজ ও ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌছেদিয়ে সংগঠনটি পেয়েছে দেশে করোনা যুদ্ধে সম্মুখ সাড়ির যোদ্ধা সম্মাননা পুরস্কার। প্রথম আলো এ সম্মানা স্মারক প্রদান করে। শনিবার রাত ৮ টায় স্বপ্ন পুরন কল্যান সংস্থার করোনা যোদ্ধারা প্রতিদানে ফুলেল সংবর্ধনা জানাতে উপস্থিত হন সাবেক ঝালকাঠি উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানের বাসায়।

হলরুমে অনুস্ঠিত সংবর্ধনা সভায় স্বপ্ন পুরন কল্যান সংস্থার সভাপতি রিয়াজখান অশ্রু জনান এ সম্মানা আপনার প্রাপ্য। আপনার নীরবে দান করা টাকা, ত্রান সামগ্রী , সকল মসজিদে সাবান, গামছা, মাক্স, স্যানিটেশন,সরবরাহ না করতে পারলে আমরা এ সম্মাননা পেতাম না তাই মানব সেবার এ প্রাপ্তি আপনার। সুলতান হোসেন খান সকলকে ধন্যবাদ জানিয়ে স্বচ্ছতা, সততা, ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং সকলকে মিষ্টি মূখ করিয়ে স্বপ্নপূরণ কল্যান সংস্থা কে ৪০ হাজার টাকা মূল্যমানের আসবাব পত্র দান করেন।

 

আপনার মতামত লিখুন :