শ্রীমঙ্গলে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে বাধন হিজড়া সংঘের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এইচআইভি এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর সাব ডিআইসি ইনচার্জ মোঃ আল আমিন ভূঁইয়া’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা হেলথ কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. পিনাক ত্রিবেদি।
মতবিনিময় সভায় বাধন হিজড়া সংঘের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল হাসান, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)’র প্রোগ্রাম স্পেশালিস্ট আল-ইমরান উপস্থিত ছিলেন। এছাড়াও মতবিনিময় সভায় অংশগ্রহন করেন- এনজিও প্রতিনিধি, আইনজীবী প্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তি।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বাধন হিজড়া সংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন- এইচআইভি এইডস প্রতিরোধ এবং হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি সবাইকে ব্যক্তিগতভাবেও সচেতন হতে হবে।