পটুয়াখালীর গলাচিপায় ৫কেজি ওজনের একটি কচ্ছপ অপমুক্ত

প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় ৫কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করে রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সন্ধার পরে রতনদী তালতলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মস্তফা খান ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কুদ্দুস হাওলাদার কাটাখালি বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তার হাতে তুলে দেন। তবে বিক্রেতা পালিয়ে যান।

পরে শনিবার বেলা ১২টায় গলাচিপা পৌরসভার ফেরিঘাটে রামনাবাদ নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়। এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের বন বিভাগের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, কচ্ছপটি রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুসফিকুর রহমান রির্চাট, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক সঞ্জিব দাস প্রমূখ।

 

আপনার মতামত লিখুন :