রুপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের তারেক জিয়ার জন্মদিন পালন
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০
রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রুপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৫ টায় ইছাখালীতে কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে তারেক জিয়ার জন্মদিন পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান মাহাবুব।
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ভবিষ্যৎ কান্ডারী আলী আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার আয়নাল, প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাহিত্য সম্পাদক মোঃ জসিমউদ্দিন, সদস্য বিল্লাল হোসেন, আল আমিন, রাসেল, রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন চিশতী, বাচ্চু মিয়া,মোঃ বাদশা, শাহ আলম, সোহেল, ইনরান, আরিফ প্রমুখ।
কেক কাটার আগে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।