সাউন্ডবাংলা-পল্টনড্ডা-৭৭-এ বিমল সাহার জন্মদিন পালিত
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০
জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনড্ডা-৭৭-এ কবি বিমল সাহার জন্মদিন পালিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক গণতদন্ত সম্পাদক ও অনলাইন প্রেস ইউনিটির উপদেষ্টা মাহবুব আলম আব্বাসী। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংস্কৃতিকধারার প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।
বিশেষ অতিথি ছিলেন ডেইলী গাজীপুর সম্পাদক নাসির উদ্দীন বুলবুল, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি বানাসাস-এর সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, জাতীয় সাংস্কৃুিতকধারার পৃষ্টপোষক শান্তা ফারজানা এবং অনলাইন প্রেস ইউনিটির কেন্দ্রীয় সদস্য আবু তাহের বাপ্পা। বিকেল ৪ টায় গীতিকার আহমেদ কায়সার লাউঞ্জে সেভ দ্য রোড-এর সদস্য সুলতানা রাত্রীর সভাপতিত্বে এতে কবিতা আবৃত্তি করেন কাউসার হোসেন সুইট, মাহফুজা খানম সোমা, কবি গিয়াস হায়দার প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ বলেন, জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলা বরাবরই সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গণে নিরন্তর ভূমিকা রেখে যাচ্ছে। বছরের পর বছর রাজপথে তারা কবি ও কবিতার জন্য নিবেদিত থেকে কাজ করার সুবাদে আজ কবি বিমল সাহাকে মূল্যায়ন করছে। এই মূল্যায়ন অতিতে তারা এমন অনেককেই করেছে, কিন্তু তারা হয়তো ভুলে যায়। যদি কেউ সম্মান-শ্রদ্ধা-মূল্যায়নকে মনে না রাখতে পারে; সে কখনোই কোথাও বেঁচে থাকে না। অনেক সংগঠন আছে, কিন্তু সাহিত্য-সংস্কৃতিতে ত্যাগের মহিমায় ভাস্বর জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলা’র প্রকৃত আদর্শিক কর্মীগণ।