কলাপাড়ায় গৃহবধুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী জেসমিন বেগমের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ওই গৃহবধুর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছে।

আজ দুপুরে ঘরের বাড়ান্দার আড়ার সাথে ওড়না পেচিঁয়ে সে আত্মহত্যা করে বলে গৃহবধুর স্বজনরা পুলিশকে জানায়। কলাপাড়া থানার এস আই মো.আসলাম জানান, উপজেলার পাখিমারা বাজারের সবজি বিক্রেতা আবু তালেবের স্ত্রী জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

পারিবিারিক কলহের কারনে সে আত্মহত্যা করতে পারে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। নিহতের মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু হবে।

 

আপনার মতামত লিখুন :