রাজনগরে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: রাজনগরে বিশিস্ট ব্যবসায়ী গেদন মিয়াকে ষড়যন্তমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার রার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন আজ ২০ নভেম্বর বিকালে আকল বাজার ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। বাজার কমিটির সদস্য আব্দুল করিম লাল(৫৫) এর সভাপতিত্বে স্থানীয় আকল বাজারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- আকল বাজার কমিটির সভাপতি আব্দুর রব, সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড মেম্বার কামাল হোসেন সুন্দর (৫৫), বাজার কমিটির সদস্য জাহিদুল ইসলাম (৬০), অরবিন্দু দাশ (৪৫), দিরেন্দ্র দাশ (৪৮), স্থানীয় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- আব্দুল বাছিত (৬৫), দেওয়ান আক্তারুজ্জামান (২৬), পারভেজ মিয়া (৩৫) ও সাজনা বেগম (৪০), ১নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গির মিয়া প্রমুখ।
বক্তারা বলেন- গত ১৫ নভেম্বর সোমবার বিকেলে আকল বাজারের বিশিস্ট ব্যবসায়ী গেদন মিয়া নিজেই রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহাজান মিয়া, উপজেলার ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, পাচঁগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ মিয়া এবং রাজনগর থানার পুলিশকে ফোন দিয়ে জানান, তার দোকানে এক বান্ডিল টাকা ও একটি পলিথিন দিয়ে মোড়ানো পুতলা কে বা কাহারা রেখে দিয়েছেন।
এ সংবাদ প্রাপ্ত হয়ে রাজনগর থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তীসহ একদল পুলিশ তার ব্যবসা প্রতিষ্টানে গিয়ে জাল এক হাজার টাকার নোটের মোট ৯০ হাজার টাকা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় পায়। এবং দোকান মালিক গেদন মিয়াকে রাজনগর থানায় নিয়ে আসে। বক্তারা আরো বলেন- ব্যবসায়ী গেদন মিয়া নির্দোষ। এ ঘটনাটি পরিকল্পিত এবং ষড়যন্তমূলক। তাকে ফাঁসাতে একটি চক্রের ইন্ধনে এ কান্ড ঘটানো হয়েছে। রাজনগর থানার পুলিশ মূল অপরাধীকে আইনের আওতায় না এনে দোকান মালিককে গ্রেফতার করেছে। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হউক।