যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে রামকৃষ্ণপুর মসজিদে অনুদান
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপির পক্ষে সদরের ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর জামে মসজিদ উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) জুম্মা বাদ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম মসজিদ কমিটির হাতে নগদ ৩৫ হাজার টাকা তুলে দেন।
নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাজী নাবিল আহমেদ এমপির দীর্ঘায়ু, শেখ হেলাল এমপির মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। এর আগে মাজহারুল ইসলাম মসজিদে আসা সব বয়সের মানুষকে মাস্ক পরিয়ে ও মসজিদ কমিটির হাতে কয়েক বক্স মাস্ক তুলে দেন।
এ সময় করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে সবাইকে মাস্ক পরে ঘরের বাইরে বের হওয়ার জন্য আহবান জানান তিনি।
আর্থিক অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত ঈমাম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, কোষাধ্যক্ষ আজিজুল হক, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. রফিউদ্দীন ও ছাক্কার হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাহাবার হোসেন সিহাব, স্বেচ্ছাসেবক লীগের কামরুজ্জামান, খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তাক আহম্মেদ প্রমুখ।