আত্রাইয়ে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় কেন্দ্রে ছেলে
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলো আকাশ কুমার বাইদ্যা নামে এক পরীক্ষার্থী। মঙ্গলবার উপজেলার আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি জানতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরিফ মোর্শেদ মিশু শিক্ষার্থীকে শান্ত¡না দিতে পরীক্ষাকেন্দ্রে ছুটে আসেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। সোমবার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আকাশ কুমারের মা সাইমুন (৪৫) মারা যান।
আকাশ কুমার উপজেলার সাহেবগঞ্জ বাইদ্যা পাড়ার রাজকুমার বাইদ্যার ছেলে। সে আত্রাই উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।