গলাচিপায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষন
প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের ২ দিন ব্যাপি প্রশিক্ষনের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে এবং কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি), স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে ও ইন্টারন্যাশনাল কো-অপারেশন এর সহযোগিতায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইন, ডা. মো. ইমাম সিকদার, ডা. মো. মনির হোসেন, ডা. শাহরিয়ার, ডা. মো. মেজবাহ উদ্দিন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার স্বাস্থ্য বান্ধব সরকার। জনগণের জীবন মান ও স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।