শার্শায় ভারতীয় ফেন্সিডিলসহ মাদক বহনকারী গ্রেফতার
প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২০
সুমা খাতুন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ আসাদুল ইসলাম(২০)নামে এক মাদক বহনকারী গ্রেফতার। গ্রেফতার মাদক বহনকারী আসাদুল বেনাপোলের সাদিপুর গ্রামের মোঃ সাহাজুল ইসলাম এর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ছোট মান্দারতলা গ্রামস্থ রফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বদরুল আলম বলেন, প্রতিদিনের ন্যায় শার্শা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করার সময় মান্দারতলা এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক বহনকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাদক বহনকারীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।