মৌলভীবাজারে একসাথে ১০ টি দুর্লভ নাইট কুইন
প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার শান্তিবাগ আবাসিক এলাকার সাম্য সেন অধিকারীর বাসায় একটি গাছে একসাথে ১০ টি দুর্লভ নাইট কুইন বা পারিজাত ফুল ফুটেছে। গত ১৬ নভেম্বর রাতে শান্তবাগস্থ তার বাসায় গেলে গাছে ফুল গুলো দেখা যায়। তার সাথে কথা বলে জানা যায়,তিনি দীর্ঘ ২৫ বৎসর যাবৎ এ গাছের যতœ করে আসছেন। প্রতি বছরই ফুল ফোটে তবে এবছর একটু বেশি ফুল ফুটছে।
এ সময় গাছে আরও ১১টি নাইট কুইন ফুলের কলি দেখতে পাওয়া যায় যা আজ ১৭ নভেম্বর রাতে ফুটবে বলে তিনি জানান । দুর্লভ এ ফুল গুলো দেখে যে কেউ আনন্দিত হবেন। ফুলে ফুলে শোভা ছড়াচ্ছে তার বাসার ভেতরে ফটকের পাশে আঙ্গিনায়। ফুল গুলো একনজর দেখতে উৎসুক লোক ছুটে আসছেন।