সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে জেলা তথ্য অফিসের আয়োজনে “সমৃদ্বির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান হয়েছে পিটিআই হল রুমে আজ ১১ ফেব্র“য়ারী দুপুর।
পিটিআই সুপারিনটেডেন্ট এ.কে.এম সাইফুল হাসানের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার আব্দুস ছাত্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসীম উদ্দিন প্রমুখ। আলোচনাসভা ও চলচ্চিত্র প্রর্দশন অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।