গলাচিপা প্রশাসনের উদ্যোগে সিডরে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান

প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ভয়াল ঘূর্নিঝড় সিডরে নিহতদের স্মরণে পটুয়াখালীর গলাচিপা প্রশাসনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) আছরবাদ উপজেলার আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়িয়া জামে মসজিদে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমখোলা ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক সঞ্জিব দাস, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে সিডরে নিহতদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া-মোনাজাত করা হয়। উল্লেখ্য, ১৩ বছর পূর্বে ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডর এর আঘাতে আমখোলার শতাধিক লোকের প্রাণহানিসহ হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রামনাবাদ নদীর তীরবর্তী আমখোলা ইউনিয়ন।

 

আপনার মতামত লিখুন :