বান্দরবানে নদীর জন্য তারুণ্য শীর্ষক আলোচনা ও সাংগঠনিক সভা

প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নদীর জন্য তারুণ্য শীর্ষক আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রবিবার বিকেলে বান্দরবান প্রেসক্লাব সম্মেলন কক্ষে বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান শাখার আয়োজনে বান্দরবান জেলা সভাপতি এমেচিং মার্মা এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি জনাব মনির হোসেন , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক জনাব ইসলাম মাহমুদ। কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল পাশা, বান্দরবান নদী কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু মনি সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ‌।

অনুষ্ঠানে অতিথিরা নদী রক্ষার বিষয়ে নানা মুক্ত আলোচনা করেন। এসময় উপস্থিত বক্তারা বলেন সচেতন মানুষ সচেতন ভাবে নদী দখল করে যাচ্ছে যার জন্য দিন দিন ধ্বংসের মুখে যাচ্ছে নদী। তাই নদীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান।

 

আপনার মতামত লিখুন :