মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘঠনায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আর্থিক অনুদান
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে এম সাইফুর রহমান সড়কে পিংকি সু ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ডে শিশুসহ ৫জনের মৃত্যুর ঘঠনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্তিক অনুদান প্রদান করেছে পৌর বহুমুখী সমবায় সমিতি আজ ১১ ফেব্র“য়ারী সকালে।
এ সময় সময় উপস্থিত ছিলেন- সমিতির সভাপতি কয়ছর বক্স,সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আলী, সাধারন সম্পাদক সৈয়দ মহিউদ্দিন চৌধুরী শাহীন, দপ্তর সম্পাদক রাজন আহমদ, কোষাধ্যক্ষ সৈয়দ আলাল আলী, প্রচার সম্পাদক জয়নাল মিয়া, নির্বাহী সদস্য মনির মিয়া, জাহাঙ্গীর আলম, মদন মহন পাল, জামাল উদ্দিন, প্রসঞ্জিত নাগ, মোশাররফ হোসেন প্রমুখ। এ সময় নেতিৃবৃন্দরা ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের হাতে অনুদান হিসাবে নগত ১ লক্ষ ২৮ হাজার ৫শত টাকা তুলে দেন।
উল্লেখ্য- ভয়াবহ অগ্নিকাণ্ডে পিংকি সু স্টোরের সত্ত্বাধিকারী সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দিপা রায় (৩৫), এবং দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩) মৃত্যুবরন করেন।