পুলিশের অতিরিক্ত ডিআইজি(অ্যাডমিন এন্ড ফিন্যান্স) খুলনা রেঞ্জের পাটকেলঘাটা থানা পরিদর্শন
প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০
মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: পুলিশের অতিরিক্ত ডিআইজি(অ্যাডমিন এন্ড ফিন্যান্স) খুলনা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,বিপিএম এর পাটকেলঘাটা থানা পরিদর্শন।
শনিবার(১৪ নভেম্বর) সকালে অতিঃ ডিআইজি ঐ থানায় পৌছলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পুলিশ কর্মকর্তা এবং কনস্টবলদের সাথে এক জরুরী বৈঠকে বসেন।
অতিঃ ডিআইজি হাবিবুর রহমান পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রথমেই তিনি বলেন, মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনার প্রতি গুরুত্ব দেন। সেবা প্রদানকারী এবং সেবা গ্রহিতাদের প্রত্যেককেই মাস্ক ব্যবহারে বাধ্যতামুলক করার আহব্বান জানান। এরপর তিনি সেবা প্রদানের বিষয়গুলির উপর কড়াকড়ি নির্দেশনা দিয়ে বলেন, শতভাগ সততা ও নিষ্ঠার সাথে সকলকে আন্তরিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক থানা হবে সেবাকেন্দ্র। থানায় গেলে মানুষকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিঃডিআইজি’র দ্বি-বার্ষিক অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,পিপিএম(বার) পুলিশ সুপার,সাতক্ষীরা।