বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: বরিশালের অধিনায়ক তামিম ইকবাল

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকে তামিম ইকবালকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। দলে ভিড়িয়ে তামিমকে অধিনায়ক হিসেবেও নির্বাচিত করেছে তারা। তামিম ছাড়াও এই দলে আছে তারকা পেসার তাসকিন আহমেদ ও ইরফান শুক্কুর। এছাড়া আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান মিরাজের মতো অলরাউন্ডারকেও দলে নেয় বরিশাল।

লেগ স্পিনার আমিনুল ইসলামও দলটিতে আছেন। এছাড়া তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন ও অভিজ্ঞ অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভকে নিয়ে নিজেদের স্কোয়াড পূর্ণ করেছে বরিশাল। টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন তামিম। তামিমের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা।

 

আপনার মতামত লিখুন :