শার্শার গোড়পাড়া সীমান্ত থেকে ৩০ কেজি গাঁজাসহ আটক-১
প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া ফাঁড়ি এলাকা থেকে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট মফিজুর রহমান (৪০) কে আটক করেছে গোড়পাড়া পুলিশ সদস্যরা।আটক কুখ্যাত মাদক সম্রাট মফিজুর রহমান শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ এসআই এজাজ রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত ১০ টার সময় নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে ৩০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মফিজুর রহমানকে আটক করে।
এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বদরুল আলম মাদক উদ্ধার সহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।