আইপিএলে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন মুম্বাই

প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের শিরোপা জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টানা দ্বিতীয় ও সব মিলে পঞ্চমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ৫ উইকেটে জয় তুলে নেয় মুম্বাই। শুরুতে ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহরা প্রতিপক্ষের স্কোর বড় হতে দেননি। প্রথমবার আইপিএল ফাইনাল খেলতে নানা দিল্লি ক্যাপিটালস টস জিতে ব্যাট করতে নেমে আটকে যায় ৭ উইকেটে ১৫৬ রানে। যা ৫ উইকেট ও ৮ বল হাতে রেখে পেরিয়ে যায় মুম্বাই।

লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে কুইন্টন ডি ককের সঙ্গে ৪ ওভারেই ৪৫ রান তুলে ফেলেন দুজন। পঞ্চম ওভারের শুরুতেই অবশ্য ডি কক ফিরে যান ১২ বলে ২০ রান করে। তবে রোহিতের ব্যাট চলতে থাকে। শেষ পর্যন্ত ৫১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৮ রান করে আউট হন রোহিত। ততক্ষণে মুম্বাই অবশ্য জয়ের পথে অনেক দূর এগিয়ে গেছে। ইশান কিষান ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। তবে ঋষভ পন্তের সঙ্গে জুটি বেঁধে অধিনায়ক শ্রেয়াস আয়ার পরিস্থিতি সামাল দেন।

মূলত আয়ার-পন্ত জুটির প্রতিরোধের সুবাদেই দিল্লি দেড় শ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়। ৫০ বলে ৬৫ রানে অপরাজিত ইনিংস খেলেছেন শ্রেয়াস আয়ার। পন্ত ৩৮ বলে ৫৬ রান করেন। পন্তের সঙ্গে চতুর্থ উইকেটের জুটিতে ৯৬ রান যোগ করেন শ্রেয়াস। দিল্লির পক্ষে বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। মুম্বাইয়ের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩০ রান খরচায় ৩ উইকেট নেন। ২৯ রানে ২ উইকেট নেন কুল্টার-নাইল। ১টি উইকেট জয়ন্ত যাদবের।

 

 

আপনার মতামত লিখুন :