জনগণ সরকারের বিকল্প হিসেবে চিন্তা করে জাতীয় পার্টিকে: জিএম কাদের
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় পার্টির উজ্জল সম্ভাবনা রয়েছে। জনগণ সরকারের বিকল্প হিসেবে চিন্তা করে জাতীয় পার্টিকে। সেই প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে জাতীয় যুব সংহতির সাধারণ সভায় এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, যারা দলের জন্য কাজ করেছেন, দুর্দিনে ত্যাগ স্বীকার করেছেন তাদের সবাই কে মূল্যায়ন করা হবে। নেতা নির্ভর দল থেকে বেরিয়ে আসবে জাতীয় পার্টি এমন মন্তব্য করে জিএম কাদের বলেন, আগামীতে একজন একাধিক পদে থাকতে পারবে না। কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা থাকলে, ঐক্যবদ্ধ থাকলে জাতীয় পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্রই মোকাবেলা করা সম্ভব হবে। ৪ এপ্রিল যুব সংহতির কেন্দ্রীয় কাউন্সিল করার সিদ্ধান্ত হয় সাধারণ সভায়।