নেত্রকোনায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত : ১০ নভেম্বর ২০২০

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় জেলা শহরের জয়নগর হাসপাতাল রোডস্থ কামরুন্নেসা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় মাঠে শিশু-কিশোরসহ ১৮ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

প্রকৃত শারীরিক প্রতিবন্ধীদের খুঁজে বের করে তাদের হাতে হুইল চেয়ারগুলো পৌঁছে দিতে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় বৃক্ষপ্রেমী কবিরাজ আব্দুল হামিদ। চেয়ার বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পত্নী কামরুন্নেসা আশরাফ দিনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান।

এছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ, লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পত্নী কাজি সুমন্না আক্তার, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :