সাতক্ষীরায় করোনা উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত : ৯ নভেম্বর ২০২০
মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় করোনা উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বেলা ১১টার তিনি মারা যান।
করোনা উপসর্গে মৃত বৃদ্ধে হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালী গ্রামের এমান আলীর ছেলে মোজাম্মেল হোসেন (৬০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ৭ নভেম্বর বেলা ২টার দিকে মোজাম্মেল হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
ইতিমধ্যে মৃত ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। কিন্তু এখনো তার রির্পোট আসেনি। স্বাস্থ্যবিধি মেনে মোজাম্মেল হোসেনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউন করার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।
এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে ৯ নভেম্বর শুক্রবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১২১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন।