গলাচিপায় আটকে পরা মেছোবাঘ চরবাগানে অবমুক্ত

প্রকাশিত : ৭ নভেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বিড়াল প্রজাতির একটি মেছোবাঘ ফাঁদে আটকা পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের চল্লিশ ব্যারাকে জাহাঙ্গীর তালুকদারের বাসার সামনে তার পাতা ফাঁদে এ বিড়াল প্রজাতির মেছোবাঘটি আটকা পড়ে। শুক্রবার সকালে খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বনবিভাগের কর্মীরা মেছোবাঘটি উপজেলা গোলখালীর চরবাগানে অবমুক্ত করা হয়েছে।

গলাচিপা পৌর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন তালুকদার জানান, গত কয়েক মাস ধরে তাদের এলাকার বিভিন্ন মানুষের হাঁস-মুরগী রাতে আধারে ধরে খেয়ে ফেলে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাতে হাঁস দিয়ে একটি ফাঁদ পাতেন। রাত আনুমানিক ২টার দিকে ফাঁদে বিড়াল প্রজাতির এ মেছোবাঘটি ধরা পড়লে লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাৎক্ষণিকভাবে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয় গলাচিপা থানার এসআই মো. শহিদুূল ইসলাম বলেন, ‘গলাচিপা পৌরসভার চল্লিশ ব্যারাক এলাকার মো. জাহাঙ্গীর হোসেন তালুকদারের পাতা ফাঁদে এ মেছোবাঘটি আটক হয়। আমরা উদ্ধার করে বনবিভাগের কর্মীদের কাছে হস্তান্তর করেছি।’ এ প্রসঙ্গে গলাচিপা বনবিভাগের সদর ইউনিয়নের বিট কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, লেজসহ বিড়াল প্রজাতির এ মেছোবাঘটি তিন ফুট লম্বা এবং ওজন ছয় কেজি। পরে পুলিশের সহযোগিতায় বিড়াল প্রজাতির মেছোবাঘটিকে গোলখালী নদীর চরবাগানের বনে এটিকে অবমুক্ত করা হবে।

 

আপনার মতামত লিখুন :