চৌগাছায় এক রাতে বড় ভাইয়ের পর ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশিত : ৬ নভেম্বর ২০২০
এক রাতে দুই ভাইয়ের মৃত্যু।

মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর জেলার চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের বিএনপি কর্মী আপন দুই ভাই এক রাতেই মারা গেছেন। বড় ভাইয়ের মৃত্যুর কিছুক্ষণ পরই ছোট ভাইয়ের মৃত্যু হয়। এমন ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ জুম্মার নামাজের শেষে জানাজার পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে।

এক রাতে মারা যাওয়া দুই ভাইয়ের স্বজনরা বলেন, পুড়াপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার মেঝে ছেলে ইসমাইল হোসেন (৬০) ফুসফুসের রোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি নিজ বাড়িতে মারাত্মক অসুস্থ্য হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান। মৃত্যু খবর শুনে ছোট ভাই নজির আলী (৫৫) বড় ভাইয়ের মরাদেহ দেখতে ঘর থেকে বের হন। কিছু সময় তিনি ভাইয়ের মরদেহের পাশে অবস্থান করেন।

এরপর নিজ ঘরে যাওয়া মাত্রই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এক রাতেই পরিবারের আপন দুইজনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন গোটা পরিবারের সদস্যরা। মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকার শতশত মানুষ ওই বাড়িতে ভিড় করেন। শুক্রবার বাদ জুম্মা স্থানীয় খালপাড়া মাঠে দুই ভাইয়ের নামাজে জানাজা একসাথে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপর আহবায়ক মুসা খা, যুগ্ম আহবায়ক এসএম মিলন ও মিজানুর রহমান, বিএনপি নেতা শরিফুল ইসলাম, হুমায়ুন কবির স্বপন, আব্দুল মতিন, কাজী এনামুল, আবুল খাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে এক রাতেই বিএনপি কর্মী আপন দুই ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :