সাপাহারে নবাগত ওসিকে সম্মাননা স্মারক প্রদান
প্রকাশিত : ৬ নভেম্বর ২০২০
হাফিজুল হক: নওগাঁর সাপাহারে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সরকারের উদ্যোগে সাপাহার থানায় অফিসার ইনচার্জ হিসেবে তারেকুর রহমানের শুভাগমন উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আল মাহমুদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নয়ন কুমার, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক হাফিজুল হক, উপজেলা যুব লীগ সহ-সভাপতি মিলন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ সদস্য আল মারুফ শাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের বনি ইসরাইল, অপু রাসেল, বাবর আলী, হাসানুর রহমান হাসিবসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।