আইপিএলের প্রথম ফাইনালিস্ট মুম্বাই
প্রকাশিত : ৬ নভেম্বর ২০২০
দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে এবারের আইপিএলের ১ম দল হিসেবে ফাইনালে উঠল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দলের দেয়া ২০১ রানের জবাবে ৮ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে টসে জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। শুরুতেই শুন্য রানে অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান অশ্বিন।
দ্বিতীয় উইকেট জুটিতে কুইন্টিন ডি কক ও সুরিয়া কুমার যাদব দলকে পাওয়ার প্লেতে ভালো স্কোর এনে দেন। ডি কক ৪০ রানে ফিরলেও, ইশান কিশান ৩০ বলে অপরাজিত ৫৫ রানের দারুন এক ইনিংস খেলেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৩৭ রানের ঝড়ো ইনিংসে দিল্লিকে ২০১ রানের টার্গেট দেয় মুম্বাই।
জবাবে ব্যাটিংয়ে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। টপঅর্ডারের ৩ ব্যাটসম্যান কোনো রান না করেই সাজঘরে ফেরেন।হাল ধরার চেষ্টা করেন দলটির অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তবে অন্যদের ব্যর্থতায় সফল হননি তিনি। কাজে আসেনি তার ৬৫ রানের ইনিংস। ৪২ রান করেন অক্ষর প্যাটেল। এই দু’জন ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি মুম্বাইয়ের বোলারদের সামনে।
ফলে ৫৭ রানের বড় ব্যবধানে হার মেনে নিতে হয় দিল্লিকে। মুম্বাইয়ের হয়ে ১৭ রানে ৪ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। এর ফলে ১ম দল হিসেবে ফাইনালে উঠলো ৪ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।